Logo
Logo
×

সারাদেশ

গাজীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক গাজী আবদুস সাত্তার আর নেই

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৩৯ পিএম

গাজীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক গাজী আবদুস সাত্তার আর নেই

গাজী আবদুস সাত্তার। ফাইল ছবি

গাজীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম পরিচালক গাজী আবদুস সাত্তার (৬৮) আর নেই।

বুধবার দুপুর ২টা ৫০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)।

নিহতের ভাতিজা আলমগীর হোসেন জানান, তিনি গাজীপুর আবদুস সাত্তার গাজীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, দৈনিক বাংলার নিজস্ব সংবাদদাতা, গাজীপুর বার্তার মালিক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম পরিচালক ছিলেন। মৃত্যুকালে তিন বোন, স্ত্রী, চার পুত্র, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তিনি হৃদরোগ, ডায়াবেটিকসহ নানা রোগে ভুগছিলেন।

তার নামাজে জানাজা বৃহস্পতিবার সকাল ১০টায় গাজীপুর মহানগরীর রাজবাড়ি মাঠে ও বাদ জোহর তার নিজ এলাকা গাজীপুর মহানগরীর হাড়িনাল হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

তার মৃত্যুতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপনসহ প্রেসক্লাবের সব সদস্য ও সাংবাদিকরা গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম