Logo
Logo
×

সারাদেশ

বরিশালে বখাটের উত্ত্যক্তে গৃহবধূর আত্মহত্যা

Icon

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২০, ০৮:১১ পিএম

বরিশালে বখাটের উত্ত্যক্তে গৃহবধূর আত্মহত্যা

আত্মহত্যা। প্রতীকী ছবি

বরিশালের মুলাদীতে এক বখাটের উত্ত্যক্ত সহ্য করতে না পেরে সুমী আক্তার (১৯) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

সোমবার উপজেলার মুলাদী সদর ইউনিয়নের কুতুবপুর গ্রামের আবুল কালামের মেয়ে সুমী আক্তার বাড়িতে ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়লে বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়ার পথে সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়। 

সুমীর বাবা আবুল কালাম জানান, ৫-৬ মাস আগে তার মেয়ের সঙ্গে নাজিরপুর ইউনিয়নের খোরশেদ চৌকিদারের ছেলে রাজুর বিয়ে হয়। বিয়ের পর থেকে কুতুবপুর গ্রামের সবুজ চৌকিদারের বখাটে ছেলে মামুন চৌকিদার মোবাইল ফোনসহ বিভিন্নভাবে সুমীকে উত্ত্যক্ত শুরু করে। 

বিষয়টি মামুনের অভিভাবকদের অবহিত করলেও মামুন প্রেমের প্রস্তাব দিয়ে সুমীকে উত্ত্যক্ত করতে থাকে। কয়েকদিন মামুন মোবাইল ফোনে সুমীর স্বামী রাজুকে জানায় বিয়ের আগেই তাদের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি রাজু তার স্ত্রীর কাছে জানতে চাইলে সুমী প্রতিবাদ জানায় এবং ক্ষোভে-দুঃখে সোমবার বিকালে বিষাক্ত ট্যাবলেট খেয়ে ফেলে।

পরে বাড়ির লোকজন সুমীকে মুলাদী হাসপাতালে নিয়ে আসলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালে নেয়ার পথে সুমী মারা যায়। 

স্থানীয়রা বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য মঙ্গলবার সকালে সুমীর লাশ দাফনের কার্যক্রম শুরু করে। সংবাদ পেয়ে মুলাদী থানা পুলিশ সুমীর বাড়ি থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে। 

এ ব্যাপারে মুলাদী থানার ওসি ফয়েজ উদ্দীন মৃধা জানান, উত্ত্যক্তকারী বখাটেকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম