পাংশা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন দলটির প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান
‘আওয়ামী লীগের পাপিয়াদের দরকার নেই’ বলে মন্তব্য করেছেন দলটির প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান।
সোমবার বিকালে রাজবাড়ীর পাংশা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল মোর্শেদ আরুজের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি জিল্লুল হাকিম এমপি, সংরক্ষিত মহিলা এমপি অ্যাডভোকেট খোদেজা নাসরিন আক্তার হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, সহ-সভাপতি ও জেলা পরিষদের ফকীর আবদুল জব্বারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সম্মেলনে খোন্দকার সাইফুল ইসলাম বুড়োকে সভাপতি এবং ডা. এএফএম শফিউদ্দিন পাতাকে সাধারণ সম্পাদক করে পাংশা উপজেলা আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আবদুর রহমান আরও বলেন, খালেদা জিয়াকে জেল থেকে বের হওয়ার বিষয়টি আইন-আদালতের মাধ্যমেই নিষ্পত্তি হবে। এ ব্যাপারে কোনো ষড়যন্ত্র ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা করলে দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে।