Logo
Logo
×

সারাদেশ

স্বরূপকাঠিতে গাছে যুবলীগ নেতার অর্ধ ঝুলন্ত লাশ

Icon

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৫৫ পিএম

স্বরূপকাঠিতে গাছে যুবলীগ নেতার অর্ধ ঝুলন্ত লাশ

মো. মামুন মিয়া। ফাইল ছবি

পিরোজপুরের স্বরূপকাঠিতে উপজেলা যুবলীগ নেতা ও ওষুধ ব্যবসায়ী মো. মামুন মিয়ার (৪১)অর্ধ ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার উপজেলার সোহাগদল ইউনিয়নের বৌবাজার গ্রামের একটি গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

নিহত মামুন মিয়া উপজেলার একই গ্রামের ইন্দুরহাট বন্দর এলাকার আবদুর রব মিয়ার ছেলে। তিনি স্বরূপকাঠি উপজেলা যুবলীগের সদস্য ছিলেন।

এ ঘটনাকে আত্মহত্যা নয় বলে দাবি করেছেন মামুনের পরিবারের লোকজন।

জানা গেছে, ওই দিন সকালে নিহতের পুরনো বাড়ি সংলগ্ন মাঠে অর্ধ ঝুলন্ত লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

নিহতের বড় বোন শিউলি খাতুন ও ভাই মাসুম বিল্লাহ জানান, তার ভাইকে হত্যা করা হয়েছে। এ হত্যার ঘটনাটি রহস্যজনক, আমরা এ ঘটনার তদন্তপূর্বক বিচার চাই।

এ বিষয়ে স্বরূপকাঠি থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম