
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মায় জেলের জালে ২৫ কেজি ওজনের ‘বাগাড়’ মাছ ধরা পড়েছে। ছবি: যুগান্তর
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে জেলের জালে ২৫ কেজি ওজনের একটি ‘বাগাড়’ মাছ ধরা পড়েছে।
শনিবার মধ্যরাতে পদ্মায় জেলে বাসুদেব হালদারের জালে ওই ‘বাগাড়’ মাছটি ধরা পড়ে।
গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা জানান, শনিবার মধ্যরাতে পদ্মায় জেলেদের জালে ২৫ কেজি ওজনের ‘বাগাড়’ মাছটি ধরা পড়ে।
আরিচার জেলে বাসুদেব ২৫ কেজি ওজনের ‘বাগাড়’ মাছটির কথা জানালে ৯০০ টাকা কেজি দরে ২২ হাজার ৫০০ টাকা দিয়ে মাছটি ক্রয় করি।
রোববার সকালে ঢাকায় এক শিল্পপতির কাছে ২৭ হাজার ৫০০ টাকায় বিক্রি করি।