
প্রিন্ট: ১৯ এপ্রিল ২০২৫, ০৩:০৩ এএম
কালিয়াকৈরে স্বামীর হাতে স্ত্রী খুন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২০, ১০:২২ পিএম

আরও পড়ুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নারা পশ্চিমপাড়া এলাকায় শুক্রবার সকালে পারিবারিক কলহের জেরে স্বামীর ছুড়িকাঘাতে স্ত্রী খুন হয়েছেন।
ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে। ঘটনাস্থল থেকে একটি ছুড়ি উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওই ঘটনায় নিহতের বাবা আব্দুল মান্নান বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলমগীর হোসেন মজুমদার বলেন, পারিবারিক কলহের জের ধরে স্বামী রকি স্ত্রী টুম্পাকে হত্যা করে হাতে বটি নিয়ে আশপাশের লোকজনকে ভয় দেখিয়ে পালিয়ে যায়। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা যায়, পাবনার সদর উপজেলার দাশলিয়া চড়ইমারী এলাকার শাজাহান মিয়ার ছেলে রকি মিয়া (২৮) ও তার স্ত্রী সাথী আক্তার টুম্পা (২২) ও এক সন্তান সিয়ামকে নিয়ে কাজের সন্ধানে কালিয়াকৈরে আসে।
কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকায় শেখ জালাল উদ্দিনের বাড়িতে ২১ দিন আগে বাসা ভাড়া নেয় রকি মিয়া। পরে স্ত্রী সাথী আক্তার টুম্পাকে নিয়ে বসবাস শুরু করে। ওই ভাড়া বাসায় দুইজনের মধ্যে পারিবারিক কলেহের সৃষ্টি হয়।
এসময় স্বামী রকি মিয়া ঘরে থাকা একটি ধারালো বটি দিয়ে খুন করে। ভাড়াটিয়ারা এগিয়ে গেলে ঘরের দরজা খুল দৌড়ে পালিয়ে যায় স্বামী রকি মিয়া। রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে সাথীকে
স্থানীয়রা কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পাশের বাড়ির ভাড়াটিয়া সুমন মিয়া জানান, রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে সাথীকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করতে গেলে নিহতের স্বামী রকি মিয়া দৌড়ে পালিয়ে যায়।