Logo
Logo
×

সারাদেশ

বান্দরবানে নারীকে পিটিয়ে হত্যা

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৪৮ পিএম

বান্দরবানে নারীকে পিটিয়ে হত্যা

হত্যা। প্রতীকী ছবি

বান্দরবানের রোয়াংছড়িতে অওম্যা প্রু মারমা (৩৪) নামে এক নারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার খানসামা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত অওম্যা প্রু মারমা খানসামা এলাকার চসিং প্রূ মারমার স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, খানসামা এলাকায় মতবিরোধের জের ধরে প্রতিবেশীদের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এ সময় উত্তেজিত হয়ে ধারালো অস্ত্র দিয়ে প্রতিবেশী এক নারী অওম্যা প্রূ মারমারকে মাথায় আঘাত করা হয়। 

সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। খবর পেয়ে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম নেয়ার পথে তার মৃত্যু হয়। 

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম জানান, বাকবিতণ্ডার জের ধরে এক নারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম