Logo
Logo
×

সারাদেশ

আখাউড়ায় আমগাছে গাঁজা!

Icon

আখাউড়া প্রতিনিধি

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১০:৫৯ এএম

আখাউড়ায় আমগাছে গাঁজা!

আখাউড়ায় আমগাছের ডালে অভিনব কৌশলে গাঁজা পাচারের সময় পাচারকারী গ্রেফতার– ছবি যুগান্তর

অভিনব কৌশলে গাঁজা পাচারের সময় আখাউড়ায় উজ্জল মিয়া (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার তরুণের কাছে চারটি আমগাছ পাওয়া যায়। এর গোড়ার মাটির আড়ালে গাঁজা প্যাঁচানো রয়েছে। পুলিশ গাছগুলোর গোড়ায় তল্লাশি করে তিন কেজি গাঁজা উদ্ধার করেছে।  

মঙ্গলবার সন্ধ্যায় আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে রেলওয়ে থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

উজ্জল মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার মুকুন্দপুরের সেজামুড়া গ্রামের বাসিন্দা ছেনু মিয়ার ছেলে।

রেলওয়ে পুলিশ জানায়, আখাউড়া রেলওয়ে স্টেশন হয়ে আন্তঃনগর মহানগর গোধূলি ট্রেনে ঢাকায় যাওয়ার জন্য চারটি আমগাছের চারা নিয়ে অপেক্ষা করছিলেন উজ্জল মিয়া। বিষয়টি স্টেশনে টহলরত রেলওয়ে পুলিশের নজরে আসে। সন্দেহ হলে ট্রেনযাত্রী উজ্জলকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

উজ্জল জানায়, ‘এগুলো উন্নত জাতের আমের চারা, ঢাকায় এক আত্মীয়ের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে’। রেলওয়ে পুলিশ তাকে চ্যালেঞ্জ করলে নড়েচড়ে বসেন উজ্জল।

পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে আমগাছের আসল রহস্যের কথা পুলিশকে বলেন উজ্জল- আমগাছের গোড়ার মাটির আড়ালে গাঁজা প্যাঁচানো রয়েছে। এ সময় পুলিশ চারটি গাছের গোড়া তল্লাশি করে তিন কেজি গাজা উদ্ধার করে।  

এই কৌশলটি বেশ নতুন বলে মন্তব্য করেন আখাউড়া রেলওয়ে থানার ওসি শ্যামল কান্তি দাস।

তিনি যুগান্তরকে বলেন, পাচারকারীরা বিভিন্ন কৌশলে মাদকপাচারের চেষ্টা করে। তবে এ কৌশলে মাদকপাচারের ঘটনায় প্রথমবার কাউকে আটক করা হয়। আখাউড়া রেলওয়ে স্টেশনে যে কটি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি রয়েছে, সব ট্রেনে অভিযান চালায় পুলিশ।

কিন্তু মাদকপাচারে চোরাকারবারিরা বিভিন্ন কৌশল অবলম্বন করলেও পুলিশের চোখে বেশি দিন ফাঁকি দিতে পারেন না।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম