Logo
Logo
×

সারাদেশ

আরএমপির শ্রেষ্ঠ এসআই শিবিরের বোমায় কব্জি হারানো মকবুল

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১০:৩৫ এএম

আরএমপির শ্রেষ্ঠ এসআই শিবিরের বোমায় কব্জি হারানো মকবুল

এসআই মকবুল হোসেন। ছবি: যুগান্তর

শিবিরের ছোড়া বোমায় দুই হাতের কব্জি হারানো পুলিশের এসআই মকবুল হোসেন এবার রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন।

চলতি বছরের জানুয়ারি মাসের মাসিক অপরাধসভা ও পুলিশ অফিসারদের পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে তাকে শ্রেষ্ঠ পুরস্কারের জন্য মনোনীত করা হয়।
মঙ্গলবার আরএমপি সদর দফতরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক সভায় পুলিশ কমিশনার হুমায়ুন কবির (বিপিএম পিপিএম) মকবুল হোসেনের হাতে এ পুরস্কার তুলে দেন।

এ ছাড়া আরএমপি কমিশনার ওই সভায় পারফরম্যান্সের ওপর ভিত্তি করে শ্রেষ্ঠ উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, শ্রেষ্ঠ অফিসার, শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার, শ্রেষ্ঠ উদ্ধারকারী, শ্রেষ্ঠ সিটিএসবি অফিসার, শ্রেষ্ঠ কোর্ট অফিসারদের বিশেষ পুরস্কার ও সম্মাননা স্মারক বিতরণ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) সালমা বেগম।

প্রসঙ্গত ২০১৩ সালের ৩১ মার্চ রাজশাহী মহানগরীর রানীবাজার এলাকায় শিবিরের বিক্ষোভ মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে হাতবোমা ছোড়া হয়। এতে মকবুল হোসেনের দুই হাতের কব্জি উড়ে যায়। সেই এসআই মকবুল হোসেন পিপিএম পদকের পর এবার রাজশাহী মহানগর পুলিশের (জানুয়ারি) শ্রেষ্ঠ অফিসার হিসেবে পুরস্কার পেয়েছেন।

এসআই মকবুল হোসেন বর্তমানে কাশিয়াডাঙ্গা থানার সেকেন্ড অফিসার হিসেবে কর্মরত।

এসআই মকবুল হোসেন বলেন, মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। পুলিশ কমিশনারের নির্দেশে বর্তমান কাশিয়াডাঙ্গা থানার সেকেন্ড অফিসার হিসেবে কর্মরত আছি।

কাশিয়াডাঙ্গা থানার ওসি মনসুর আলী আরিফের নির্দেশে নিজের দায়িত্ব পালন করে যাচ্ছি। গত জানুয়ারি মাসে থানায় থাকাকালে ভালো কাজের জন্য পুলিশ কমিশনার আমাকে এ পুরস্কার দিয়েছেন। এ পুরস্কার আগামী দিনে আরও ভালো কাজ করার জন্য আমাকে অনুপ্রেরণা জোগাবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম