ছাতকে এক গাভীর একসঙ্গে তিন বাছুর প্রসব!
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১১:০৭ এএম
একসঙ্গে তিনটি বাছুর প্রসব
সুনামগঞ্জের ছাতকে একসঙ্গে তিনটি বাছুর প্রসব করেছে একটি গৃহপালিত গাভী। ঘটনাটি আশ্চর্যজনক হলেও সত্য।
এমন সংবাদে এলাকার উৎসুক জনতা রোববার দিনভর ভিড় করে উপজেলার কালারুকা ইউনিয়নের রায়সন্তোষপুর গ্রামের নোমান আহমদের বাড়িতে।
উপস্থিত বয়োবৃদ্ধসহ এলাকার লোকজন এটি আজব ঘটনা বলে আখ্যায়িত করেন। তাদের মতে একটি গাভী একটি বাছুর জন্ম দিতে শুনেছেন। কিন্তু একসঙ্গে তিনটি বাছুর জন্ম দেয়া এটি প্রথম তাদের চোখের সামনে দৃশ্যমান হল।
গাভীর মালিক নোমান আহমদ জানান, রোববার বেরা সাড়ে ১১টায় দিকে তার গৃহপালিত গাভী একসঙ্গে পর পর তিনটি বাছুরের জন্ম দেয়। বাছুরগুলো মোটামুটি সুস্থ আছে বলে তিনি দাবি করেন।