রাঙ্গামাটিতে পিকনিকের বাস উল্টে নিহত ১, আহত ২৭
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২০, ১২:৩৬ পিএম
![রাঙ্গামাটিতে পিকনিকের বাস উল্টে নিহত ১, আহত ২৭](https://cdn.jugantor.com/assets/news_photos/2020/02/14/image-278290-1581662333.jpg)
দুর্ঘটনা কবলিত বাস ও হাসপাতালে আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। ছবি: যুগান্তর
রাঙ্গামাটিতে পিকনিক পার্টির বাস উল্টে ঘটনাস্থলেই বাসের হেলপার নিহত হয়েছেন।
এ ঘটনায় কমপক্ষে ২৭ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শুক্রবার সকাল ৯টার দিকে রাঙ্গামাটি সদরের সাপছড়ির শালবাগান বেইলিব্রিজ এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত হেলপারের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। দুর্ঘটনার পর পর চালক পালিয়ে গেছেন।
জানা গেছে, শুক্রবার সকালে চট্টগ্রাম ছেড়ে একটি পিকনিক পার্টির বাস রাঙ্গামাটি যাচ্ছিল। পথে রাঙ্গামাটি শহরের কাছাকাছি সাপছড়ির শালবন এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে যায়।
খবর পেয়ে তাৎক্ষণিক দুর্ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল পাঠায় পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে দুর্ঘটনায়কবলিত বাসটি উদ্ধার করা হয়।
জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ বলেন, নিহতের লাশ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আর্থিক সহায়তা দেয়া হয়েছে। আহতদের চিকিৎসা নিশ্চিত করতে সর্বাত্মক ব্যবস্থা নেয়া হচ্ছে।
পলাতক চালককে পুলিশ খুঁজছে বলেও জানান তিনি।