Logo
Logo
×

সারাদেশ

শিক্ষার্থীদের ‘বখাটে স্টাইলে’ চুল না রাখার নির্দেশ ওসির

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২০, ০৩:০১ পিএম

শিক্ষার্থীদের ‘বখাটে স্টাইলে’ চুল না রাখার নির্দেশ ওসির

ফাইল ছবি

শিক্ষার্থীদের বখাটে স্টাইলে চুল না কাটতে নির্দেশ দিয়েছেন নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোমিনুল হক।

মঙ্গলবার সন্ধ্যায় সেলুন মালিকদের সঙ্গে মতবিনিময়ের পর ওসি এ নির্দেশ দেন। এ সময় সেলুন মালিকদের চুল কাটার স্টাইলিশ ফেস্টুন সরিয়ে নেয়ারও নির্দেশ দেন তিনি।

ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোমিনুল হক জানান, শিক্ষার্থীদের মার্জিতভাবে চলাচল করতে হবে। কারণ শিক্ষার্থীরাই গড়বে সুন্দর সমাজ। তাই শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পোশাকসহ সব কিছুই মার্জিত হওয়ার প্রয়োজন।

আজকের শিক্ষার্থীরাই আমাদের ভবিষ্যৎ। এ কারণ শিক্ষার্থীরা বখাটে স্টাইলে চুল রাখা বা কাটতে যেন উৎসাহ না পায়; তাই সেলুনে থাকা স্টাইলিশ ফেস্টুন দ্রুত সরিয়ে ফেলতে হবে বলে জানান ওসি।

 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম