
প্রিন্ট: ১৬ এপ্রিল ২০২৫, ০৬:৩৭ এএম
মোহনগঞ্জে ব্যাংকের শৌচাগারে দলিল লেখকের মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২০, ১০:২৬ পিএম

আরও পড়ুন
নেত্রকোনার মোহনগঞ্জে সোনালী ব্যাংকে দলিল চালানের টাকা জমা দিতে গিয়ে লাশ হলেন দলিল লেখক শাহজাহান সিদ্দিকী (৪৮)।
পৌর শহরের সোনালী ব্যাংক লিমিটেড শাখায় সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
মোহনগঞ্জ সোনালী ব্যাংক ম্যানেজার জিন্নু রাইন উম্মে রিফাত জানান, সোমবার দুপুর পৌনে ২টার দিকে উপজেলার পাবই গ্রামের (দলিল লেখক) সাবেক মেম্বার শাহজাহান সিদ্দিকী (৪৮) সোনালী ব্যাংকে দলিলের চালানের টাকা জমা দিতে ওই শাখায় আসেন। প্রকৃতির ডাকে তিনি ওই শাখার বাথরুমে যান। পরে বাইরে থেকে কে বা কারা বাথরুমের দরজা বন্ধ করে দেয়।
শাহজাহান সিদ্দিকীর আসতে দেরি দেখে তার সহযোগী ব্যাংক ম্যানেজারকে বিষয়টি জানায়। পরে ব্যাংক কর্তৃপক্ষ দরজা ভেঙ্গে শাহজাহান সিদ্দিকীর লাশ উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।
মোহনগঞ্জ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সুবীর সরকার জানান, ঘটনাস্থলেই শাহজাহান সিদ্দিকীর মৃত্যু হয়েছে।
মোহনগঞ্জ থানা ওসি শওকত আলী জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে ওই দলিল লেখকের মৃত্যু হয়েছে।