বঙ্গোপসাগরের জলসীমায় অনুপ্রবেশ, ১২ ভারতীয় জেলে আটক
যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২০, ০২:৩৩ পিএম
বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে সামুদ্রিক মাছ শিকারের অভিযোগে একটি ফিসিং ট্রলারসহ ১২ ভারতীয় জেলেকে আটক করা হয়েছে। শনিবার বঙ্গোপসাগরের অদূরে ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে তাদের আটক করে মোংলা কোস্টগার্ড বাহিনীর সদস্যরা। রোববার আটক জেলেদের বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হবে।
তাৎক্ষণিকভাবে আটক ভারতীয় জেলেদের নাম জানা যায়নি। তবে তারা সবাই ভারতের দক্ষিণ চব্বিশ পরগনার বাসিন্দা।
কোস্টগার্ডের বরাত দিয়ে মোংলা থানার ওসি মো. ইকবাল বাহার চৌধুরী জানান, শুক্রবার দিবাগত রাতে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়ার আনুমানিক ৭০ কিলোমিটার দক্ষিণ পশ্চিম এলাকায় কোস্টগার্ড সদস্যরা নিয়মিত টহল দিচ্ছিলেন।
সেখানে কয়েকটি ভারতীয় ফিশং ট্রলারসহ জেলেদের দেখতে পায় তারা। এ সময় ধাওয়া করলে অন্য জেলেরা পালিয়ে গেলেও একটি ট্রলারসহ ১২ জেলেকে আটক করা হয়।
ভারতীয় ফিশিং ট্রলার বাংলাদেশের সীমানায় প্রবেশ করে মাছ শিকার করছিল।
শনিবার দুপুরে আটক ভারতীয় জেলেদের মোংলা থানায় হস্তান্তর করা হয়। পরে এ জেলেদের বিরুদ্ধে ১৯৮৩ সালের সামুদ্রিক মৎস্য অধ্যাদেশের ২২ ধারায় মামলা করা হয়।
এ নিয়ে ৭ দফায় ১০টি ফিশিং ট্রলারসহ ১১৫ জন ভারতীয় জেলেকে আটক করলো কোস্টগার্ড।