Logo
Logo
×

সারাদেশ

পরীক্ষা শুরুর আগে প্রশ্ন দেয়ায় ২ শিক্ষক বরখাস্ত, তথ্য দিতে টালবাহানা

Icon

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২০, ১০:২৭ এএম

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় এসএসসির ইংরেজি প্রথমপত্র বিষয়ের পরীক্ষা শুরু হওয়ার আগে শিক্ষার্থীদের মধ্যে প্রশ্ন দিয়ে দেয়ায় দুই শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। এ ব্যাপারে তথ্য দিতে কর্মকর্তারা টালবাহানা করছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার উপজেলার সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রের ২০৬ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

বরখাস্ত হওয়া শিক্ষকরা হলেন– সালেহা বেগম ও মাহমুদুর রহমান। এ দুজনই সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক।

সূত্র জানায়, বৃহস্পতিবার এসএসসির ইংরেজি প্রথমপত্রের পরীক্ষা ছিল। ২০৬ নম্বর কক্ষে দায়িত্বরত ওই দুই শিক্ষক পরীক্ষা শুরু হওয়ার ৬-৭ মিনিট আগে শিক্ষার্থীদের মধ্যে প্রশ্ন দিয়ে দেন। এ বিষয়টি জানাজানি হলে ওই দুই শিক্ষককে বরখাস্ত করা হয়।

ঘটনার সত্যতা জানতে প্রথমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মধুসূদন সাহার মোবাইল ফোনে কল দিলে তিনি জানান, ওই কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. কামরুল হাসান ছিলেন।

উনি বিষয়টি বলতে পারবেন। এর পর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার কামরুল হাসানের মোবাইল ফোনে কল দিলে তিনি জানান, বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ভালো বলতে পারবেন।

এর পর পুনরায় উপজেলা শিক্ষা অফিসারকে ফোন দিলে তিনি বলেন, আমি একটু পল্লী উন্নয়ন অফিসারের সঙ্গে কথা বলে আপনাকে জানাচ্ছি। এর পর তিনি পুনরায় এই প্রতিবেদককে ফোন করে জানান, যেহেতু আমি সেখানে ছিলাম না। এ জন্য আপনি কেন্দ্র সচিব সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে একটু কথা বলেন।

আপনি যেহেতু মাধ্যমিক শিক্ষা অফিসার পরীক্ষার সব বিষয় আপনার জানা উচিত কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ইউএনও এবং ওই কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা বলতে পারবেন।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা জানান, আমিও বিষয়টি জানি না। আপনি একটু কেন্দ্র সচিবের সঙ্গে কথা বলেন।

এর পর সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম