
প্রিন্ট: ১৩ মার্চ ২০২৫, ০৯:০৯ এএম
ময়মনসিংহে শ্বশুরবাড়িতে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২০, ১০:৫১ পিএম

গ্রেফতার যুবক। ছবি: যুগান্তর
আরও পড়ুন
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চান্দেরসাটিয়া এলাকায় মঙ্গলবার অভিযান চালিয়ে বিদেশি রিভলবার, দুই রাউন্ড গুলিসহ মো. আলমগীর ওরফে ইন্দুর (২৩)কে গ্রেফতার করেছে পুলিশ।
তিনি ময়মনসিংহ কোতোয়ালির শম্ভুগঞ্জ সবজিপাড়ার নুরু মিয়ার ছেলে।
গৌরীপুর থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে তিনি এ অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতার সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর কোমরে গামছায় প্যাঁচানো অবস্থায় বিদেশি রিভলবার উদ্ধার করা হয়। অস্ত্রটি সচল, তাজা দুই রাউন্ড গুলিভর্তি ছিল।
আলমগীর ওরফে ইন্দুরের বিরুদ্ধে ময়মনসিংহ সদর থানায় মাদকসহ ৩টি মামলা রয়েছে।