Logo
Logo
×

সারাদেশ

আশুগঞ্জে পরীক্ষায় নকল সরবরাহ, ৫ শিক্ষককে কারাদণ্ড

Icon

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৪৮ পিএম

আশুগঞ্জে পরীক্ষায় নকল সরবরাহ, ৫ শিক্ষককে কারাদণ্ড

দাখিল পরীক্ষায় পরীক্ষার্থীদের নকল সরবরাহের দায়ে পাঁচ শিক্ষককে দুই বছর করে জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দাখিল পরীক্ষায় পরীক্ষার্থীদের নকল সরবরাহের দায়ে পাঁচ শিক্ষককে দুই বছর করে জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার আশুগঞ্জ সার কারখানার স্কুল কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা গেছে, এসএসসি, দাখিল পরীক্ষার প্রথমদিন রোববার আশুগঞ্জ সার কারখানার স্কুল কেন্দ্রের মাদ্রাসা পরীক্ষার্থীদের এমসিকিউ উত্তরপত্র লিখে নকল সরবরাহ করার 
সময় ৫ শিক্ষককে হাতেনাতে ধরে ফেলেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. নাজিমুল হায়দার। পরে কেন্দ্রের অফিসে জিজ্ঞাসাবাদে শিক্ষার্থীদের নকল সরবরাহের কথা স্বীকার করলে উপজেলা নির্বাহী অফিসার মো. নাজিমুল হায়দার তাৎক্ষণিকভাবে ৫ শিক্ষককে দুই বছরের জেল এবং প্রত্যেককে ১০ হাজার করে টাকা জরিমানা করেন।

ওই ৫ শিক্ষক হলেন চরচারতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার সহ-সুপার মৌলানা মাজহারুল ইসলাম, সহকারী শিক্ষক মো. শফিকুল ইসলাম, খৌরাপাড়া উমেদ আলি শাহ দাখিল মাদ্রাসার সহ-সুপার মো. মহি উদ্দিন মোল্লা, সরাইল উপজেলার পানিশ্বর মাদিনীয়া মাদ্রাসার সহ-সুপার আব্বাস আলী এবং আশুগঞ্জ উপজেলার তালশহর করিমিয়া কামেল মাদ্রাসার সহ-সুপার মো. কবির হোসেন।

আশুগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন বলেন, শিক্ষকরা শিক্ষার্থীদের নকল সরবরাহ করে একটি গুরুতর অপরাধ করেছেন। ভবিষ্যতে যেন কেউ এ ধরনের অপরাধ করতে সাহস না পায় সে জন্য আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. নাজিমুল হায়দার বলেন, শিক্ষার্থীদের নকল দেয়ার সময় হাতেনাতে শিক্ষকদের ধরে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেয়া হয়েছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম