Logo
Logo
×

সারাদেশ

নড়াইলে কৃষকলীগ নেতার হাত-পায়ের রগ কেটে দিল প্রতিপক্ষরা

Icon

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২০, ০৮:৪৫ পিএম

নড়াইলে কৃষকলীগ নেতার হাত-পায়ের রগ কেটে দিল প্রতিপক্ষরা

প্রতীকী ছবি

নড়াইলের কালিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবুল হাসান শেখ (৪১) নামে এক কৃষকলীগ নেতার দুই পা ও হাতের রগ কেটে ও কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা। 

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার উত্তর কালিনগর গ্রামে এ হামলার ঘটনা ঘটে । 

আহত আবুল হাসান জয়নগর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক। আহতকে মুমূর্ষু অবস্থায় প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল পরে অবস্থার অবনতি হলে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার নড়াগাতী থানার কলাবড়ীয়া ইউনিয়নের পদুমা গ্রামের বাসিন্দা আবুল হাসান শেখ (৪৫) বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে একই থানার উত্তর কালিনগর গ্রামে তার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। 

পূর্বশত্রুতার জের ধরে ওই সময় তার প্রতিপক্ষ ওই গ্রামের মৃত রমজান মোল্যার ছেলে আকিজ, আব্বাস, গোলাম ও চুন্নুসহ ১০-১৫ জনের একদল দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। এসময় তার দুই পা ও হাতের রগ কেটে দেয়াসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। 

স্থানীয় লোকজন ও পথচারীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত খুমেক হাসপাতালে নিয়ে যায়। তার শারীরিক অবস্থার অবনতি হলে পরে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।

স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

এ প্রসঙ্গে নড়াগাতি থানার ওসি মো. আলমগীর কবির যুগান্তরকে বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। তবে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম