চট্টগ্রামে চুরির টাকা ভাগাভাগি নিয়ে খুন
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২০, ০৯:১৪ এএম
চট্টগ্রামের মীরসরাই উপজেলায় চুরির টাকার ভাগবাটোয়ারা নিয়ে প্রাণ গেল চোর চক্রের সদস্য মো. ইলিয়াসের (১৯)।
শুক্রবার উপজেলার মধ্যম ওয়াহেদপুর গ্রামের পরিত্যক্ত স্থান থেকে ইলিয়াসের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত ইলিয়াস ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামের মো. নাদেরুজ্জামানের পুত্র।
স্থানীয় ওয়াহেদপুর ইউপি চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ জানান, নিহত যুবক ইতিমধ্যে এলাকায় বিভিন্ন চুরি ডাকাতির ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিল। বৃহস্পতিবার সরস্বতী পূজার রাতে কয়েকজন চোর কয়েকটি বাড়িতে চুরির ঘটনা ঘটায়। রাতেই চোরচক্রের মধ্যে ভাগাভাগি নিয়ে বিরোধের ঘটনাও জানা গেছে। অতঃপর সকালে গ্রামবাসী তার লাশ গ্রামে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
এই বিষয়ে মীরসরাই থানার ওসি জাহিদুল কবির জানান, নিহত যুবকের নামে কয়েকটি চুরির মামলা রয়েছে। ইতিমধ্যে সে জেল থেকে এসে আবার চুরির সঙ্গে জড়িয়ে পড়ে। তবে এই খুনের বিষয়ে আইনগত সব ধরনের উদ্যোগ নেয়া হবে।
এই ঘটনায় নিহতের বাবা নাদেরুজ্জামান বাদী হয়ে মীরসরাই থানায় একটি হত্যা মামলা করেছেন। তদন্তে প্রকৃত ঘটনা জানা যাবে।