বগুড়ায় গোপন বৈঠককালে জেলা জামায়াতের আমীরসহ গ্রেফতার ৯
বগুড়া ব্যুরো
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২০, ১০:১১ এএম
আটক। প্রতীকী ছবি
বগুড়ার দুপচাঁচিয়ায় গোপন বৈঠককালে জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আলমগীর হোসাইনসহ ৯ নেতাকর্মী গ্রেফতার হয়েছেন।
দুপচাঁচিয়া থানা পুলিশ বুধবার দুপুরে উপজেলার চৌমুহনীর বেলাইল মণ্ডলপাড়া গ্রামের একটি বাড়ির উঠান থেকে তাদের গ্রেফতার করে। তাদের কাছে ৬ জিহাদী বই পাওয়া গেছে।
গ্রেফতার নেতারা হলেন- দুপচাঁচিয়া উপজেলা জামায়াতের সূরা সদস্য মজিবর রহমান (৬৯), নেতা আশরাফ আলী (৫৩), আফজাল হোসেন (৬২), আবু কালাম (৪৪), আবদুল বাছেদ (৫০), সাইফুল ইসলাম ফকির (৬৫), আবদুস সাত্তার মণ্ডল (৭০) ও রোস্তম আলী (৫০)।
পুলিশ ও এলাকাবাসী জানান, বুধবার দুপুরে দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনীর বেলাইল এলাকায় জামায়াতের এক কর্মীর বাড়িতে গোপন বৈঠক চলছিল।
গোপন সূত্রে খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালিয়ে জেলা জামায়াতের নায়েবে আমীর ও শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আলমগীর হোসাইনসহ ৯ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। তাদের কাছে ৬টি জিহাদী বই পাওয়া গেছে।
দুপচাঁচিয়া থানার ওসি মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃতদের অনেকের বিরুদ্ধে মামলা রয়েছে।