Logo
Logo
×

সারাদেশ

নাজিরপুরে ব্যতিক্রমধর্মী ভিটি লিজ নবায়ন মেলা

Icon

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২০, ১০:৫৮ পিএম

নাজিরপুরে ব্যতিক্রমধর্মী ভিটি লিজ নবায়ন মেলা

নাজিরপুরে ভূমি অফিসের উদ্যোগে ব্যাতিক্রমধর্মী ভিটি লিজ নবায়ন মেলা

পিরোজপুরের নাজিরপুরে ভূমি অফিসের উদ্যোগে ব্যাতিক্রমধর্মী ভিটি লিজ নবায়ন মেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দিনব্যাপী উপজেলার শ্রীরামকাঠী বন্দরে অনুষ্ঠিত ওই মেলায় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় উপ-ভূমি সংস্কার কমিশনার তরফদার মো. আকতার জামিল।

সকাল ১০টায় শুরু হওয়া দিনব্যাপী অনুষ্ঠিত মেলায় উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝুমুর বালা, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফাহমি মো. শায়েফ, জেলা রেভিনিউ ডেপুটি কালেক্টর (আর,ডি,সি) ফারহানুর রহমান, শ্রীরামাকাঠী  ইউপি চেয়ারম্যান উত্তম মৈত্র প্রমুখ।

এমন মেলার ফলে ওই বন্দরের শত শত ভিটি মালিক ভুমি অফিসের আর্থিক হয়রানির হাত থেকে রেহাই পাবেন বলে স্থানীয় ব্যবসায়ীরা জানান।

ওই মেলায় জমির লিজ নিতে যাওয়া বন্দরের ভিটি মালিক মো. হান্নান হাওলাদার জানান, ইতিপূর্বে ভুমি অফিসে কোন জমির লীজ নিতে গেলে ভূমি অফিস কর্তৃক হয়রানির শিকার হতে হতো। কিন্তু এমন ব্যতিক্রমধর্মী মেলার কারণে বিনা হয়রানিতে জমির লিজের টাকা পরিশোধ করতে পারছি।

তিনি আরো জানান, এর আগে বিভিন্ন সময় টাকা দিয়েও ভুয়া রশিদ নিয়ে আসতে হয়েছে।

ওই বন্দরের ব্যাবসায়ী সমিতির সভাপতি কালাচাঁদ হালদার বলেন, এর আগে বিভিন্ন সময় জমির ডিসিআর নিতে ভূমি অফিসে গিয়ে সংশ্লিষ্টদের হাতে হয়রানির শিকার হতে হতো।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহমি মো. শায়েফ বলেন, এর আগে উপজেলার গাওখালী ও সদর বাজারে একইভাবে মেলার মাধ্যমে চান্দিনা ভিটির নবায়ন অনুষ্ঠিত হয়েছে। এতে স্বতঃস্ফূর্তভাবে স্থানীয় শতাধিক লিজ নবায়ন করেছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম