Logo
Logo
×

সারাদেশ

শেরপুরের প্রথম নারী ইউপি চেয়ারম্যান নাজমুন নাহার

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২০, ১০:৩২ পিএম

শেরপুরের প্রথম নারী ইউপি চেয়ারম্যান নাজমুন নাহার

নাজমুন নাহার। ফাইল ছবি

শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নাজমুন নাহার ৭ হাজার ৯৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এর মধ্য দিয়ে তিনিই জেলার প্রথম নারী চেয়ারম্যান হলেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী খলিলুর রহমান শামীম চশমা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৫৭৭ ভোট।

সোমবার সন্ধ্যায় সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও ভাতশালা ইউনিয়নের উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল আসলাম তার কার্যালয়ে ওই ফলাফল ঘোষণা করেন।

এছাড়া ভাতশালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী মাওলানা মো. সুরুজ্জামান ঘোড়া প্রতীকে পেয়েছেন ১ হাজার ৯৯৫ ভোট ও অপর প্রার্থী আফছর আলী আনারস প্রতীকে পেয়েছেন ৪৮ ভোট।

নির্বাচনে ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ বিপুল সংখ্যক পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার সদস্য আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন। বিচ্ছিন্ন দুই একটি ঘটনা ছাড়া পুরো ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

এ ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২৩ হাজার ৭৮৬ জন। এর মধ্যে নারী ভোটার ১২ হাজার ২৭ জন ও পুরুষ ভোটার ১১ হাজার ৭৫৯ জন। নির্বাচনে ভোট পড়েছে প্রায় ৬৬ শতাংশ। এ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী অংশ নেন।

উল্লেখ্য, সম্প্রতি এ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় চেয়ারম্যানের পদটি শূন্য হয়। তার প্রেক্ষিতে নির্বাচন কমিশন ইউনিয়নের চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করে এবং নির্বাচনের তফসিল ঘোষণা করে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম