Logo
Logo
×

সারাদেশ

গাজীপুরে আগুনে পুড়ল ৯ ঝুট গুদাম

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২০, ১২:৪৫ পিএম

গাজীপুরে আগুনে পুড়ল ৯ ঝুট গুদাম

ফাইল ছবি

গাজীপুরে আগুনে ৯টি ঝুট গুদাম পুড়ে গেছে। 

মঙ্গলবার ভোরে সিটি কর্পোরেশনের দেওয়ালিয়াবাড়ির বেলতলা এলাকায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. মামুনুর রশিদ জানান, দেওয়ালিয়াবাড়ির বেলতলা এলাকায় টিনশেডের একটি ঝুট গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। 

মুহূর্তের মধ্যে আগুন পাশে চান মিয়া, হুমায়ূন, মামুন, খোকা, আলাল ও সাইফুলের আরও আটটি গুদামে ছড়িয়ে পড়ে। 

খবর পেয়ে জয়দেবপুর, ডিবিএল ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। 

তবে তার আগেই আগুনে ৯টি টিনশেড গুদাম ও ঝুট পুড়ে গেছে। 

ধারণা করা হচ্ছে, বিড়ি-সিগারেটের আগুন থেকে এর সূত্রপাত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম