Logo
Logo
×

সারাদেশ

তাহিরপুরে প্রাচীন দুর্গ খননকাজ উদ্বোধন

Icon

যুগান্তর রিপোর্ট, তাহিরপুর

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২০, ০৭:৫৬ পিএম

তাহিরপুরে প্রাচীন দুর্গ খননকাজ উদ্বোধন

সুনামগঞ্জের তাহিরপুরে লাউড় রাজ্যের প্রাচীন দুর্গে প্রত্নতাত্ত্বিক খননকাজ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার প্রত্নতত্ত্ব অধিদফতর, আঞ্চলিক পরিচালকের কার্যালয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের আয়োজনে সুনামগঞ্জের তাহিরপুরের হলহলিয়ায় লাউড় রাজ্যের প্রাচীন দুর্গে প্রত্নতাত্ত্বিক খননকাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।

প্রত্নতাত্ত্বিক অধিদফতর চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় আঞ্চলিক পরিচালক ড. মো. আতাউর রহমানের সভাপতিত্বে ফিল্ড অফিসার মো. শাহীন আলমের সঞ্চালনায় দুর্গ খনন ও অনুসন্ধান বিষয়ে স্থানীয় জনসাধারণকে অবহিতকরণ উপলক্ষে এক আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।

আলোচনাসভা ও খননকাজ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি, সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান, দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক হাবিব সরোয়ার আজাদ, সহকারী অধ্যাপক মো. ফরিদ উদ্দিন আক্তার, বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আমির উদ্দিন, ময়নামতি জাদুঘরের কাস্টোডিয়ান মো. হাফিজুর রহমান, উপজেলা বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আজাহার আলী, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আবদুল কুদ্দুছ, মুক্তিযোদ্ধা মো. আব্দুল মান্নানসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম