Logo
Logo
×

সারাদেশ

সম্মানীর পুরো টাকা বিলিয়ে দিয়েছেন চসিক মেয়র!

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২০, ১০:০৯ পিএম

সম্মানীর পুরো টাকা বিলিয়ে দিয়েছেন চসিক মেয়র!

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। ফাইল ছবি

অসহায়, দুঃস্থ ও প্রতিবন্ধীদের লেখাপড়ার জন্য সিটি কর্পোরেশন থেকে প্রাপ্ত সম্মানীর পুরো অর্থ বিলিয়ে দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

মঙ্গলবার দুপুরে নগরীর টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে এ সম্মানীর অর্থ বিতরণ করা হয়।

চসিক সূত্র জানায়, মেয়র প্রতি মাসে ১ লাখ ৩৫ হাজার টাকা সম্মানী পান। চলতি মাসের সম্মানীর টাকাসহ গত সাড়ে চার বছরে তার প্রাপ্য সম্মানীর ৬৫ লাখ টাকা বিলিয়ে দিয়েছেন গরীব, দুঃখী, শিক্ষার্থী, অটিজম শিশুসহ হত-দরিদ্রদের মাঝে।

সম্মানী ভাতা বিতরণ কালে মেয়র বলেন, ‘মেয়র পদটি শুধুমাত্র একটি সম্মানজনক দায়িত্ব। যেটা আমি রাজনৈতিক কর্মী হওয়ার কারণে পেয়েছি। সেই পদের বিপরীতে আমি কোনো অর্থ বা সুবিধা গ্রহণ করতে পারি না। তাই সরকারি তহবিল থেকে পদের বিপরীতে যেসব টাকা পেয়েছি, সবটাই গরিব-মেহনতি মানুষের কল্যাণে বিলিয়ে দিয়েছি।’

বিতরণ অনুষ্ঠানে চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, সচিব মো. আবু সাহেদ চৌধুরী, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, মেয়রের একান্ত সচিব মো. আবুল হাসেম, অতিরিক্ত প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরীসহ কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম