Logo
Logo
×

সারাদেশ

দলীয় কাজে বিশ্ববিদ্যালয়ের বাস নিয়ে ঢাকায় কুবি ছাত্রলীগ

Icon

কুবি প্রতিনিধি

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২০, ০৬:০২ পিএম

দলীয় কাজে বিশ্ববিদ্যালয়ের বাস নিয়ে ঢাকায় কুবি ছাত্রলীগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

দলীয় কাজে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাস ব্যবহার করার অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের বিরুদ্ধে।

শনিবার বিশ্ববিদ্যালয়ের নিজস্ব দুইটি বাস নিয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় যান শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।

‘রাজনীতিমুক্ত’ ক্যাম্পাসে রাজনৈতিক সংগঠনের দলীয় কাজে বাস ব্যবহার নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মহলে বিতর্কের সৃষ্টি হয়েছে।

তবে পরিবহন কমিটির উপদেষ্টা মো. এমদাদুল হক বলেন, বাস ছাত্রলীগকে দেয়া হয়েছে কিনা তা আমি কিছুই জানি না।

খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনীতে যোগ দেয়ার উদ্দেশে সকালে ঢাকায় যান শাখা ছাত্রলীগ ও বিশ্ববিদ্যালয়ের চার হলের নেতাকর্মীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কর্মকর্তাদের বহনকারী দুইটি হিনো বাস নিয়ে যান তারা।

শাখা ছাত্রলীগ সভাপতি লিখিত আবেদন করে বাস নেয়ার দাবি করলেও পরিবহন কমিটির কাছে কোনো আবেদন করা হয়নি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের প্রশাসনিক কর্মকর্তা।

পরিবহন পুলের প্রশাসনিক কর্মকর্তা জাহিদুল আলম বলেন, ‘উপাচার্য ও রেজিস্ট্রার স্যারের আদেশেই আমি ছাত্রলীগকে বাস দিয়েছি। তবে কোনো লিখিত পাইনি।’

রাজনৈতিক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বাস নেয়ার বিষয়ে প্রশ্ন করলে শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, ‘আজকে ছাত্রলীগের পুনর্মিলনী ও প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। প্রধানমন্ত্রীর প্রোগ্রাম। আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বাসের ফি দেই, টাকা দেই। বাসের যে তেল খরচ সেটা প্রত্যেক শিক্ষার্থী আমরাও ১০০০ টাকা করে দিই। এটা আমাদের বৈধ অধিকার। আমরা প্রশাসনের কাছে আবেদন করেছি। প্রশাসন আমাদের বাস দিয়েছে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহেরের মোবাইলে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম