টাঙ্গাইলে একযোগে ৪ বিচারকের বাড়িতে ঢুকল চোর, অতঃপর...
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২০, ০৮:০২ পিএম
![টাঙ্গাইলে একযোগে ৪ বিচারকের বাড়িতে ঢুকল চোর, অতঃপর...](https://cdn.jugantor.com/assets/news_photos/2020/01/04/image-263271-1578146768.jpg)
ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসুমের বাড়ি। ছবি: যুগান্তর
টাঙ্গাইলে সংঘবদ্ধ একটি চোরের দল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসুম, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন কুমার কর্মকার এবং জেলা জজ আদালতের সহকারী জজ মুজিবুর রহমানের বাসার মালামাল তছনছ করেছে।
এ ছাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের বাড়িতে গ্রিল কেটে ঘরে প্রবেশ করার চেষ্টা করে।
শুক্রবার গভীর রাতে টাঙ্গাইল পৌর এলাকার হাউজিং মাঠে অবস্থিত ৪ বিচারকের বাসায় এ ঘটনা ঘটে। তবে এতে কোনো মালামাল খোয়া যায়নি।
এ ঘটনায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির আবু বকর বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনাটি খুবই রহস্যজনক বলে মনে করছেন বিচারক এবং পুলিশ।
এ ব্যাপারে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসুম বলেন, শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকার কারণে বাসায় কোনো লোক ছিল না। এ সুযোগে গভীর রাতে সংঘবদ্ধ চোরের দল গ্রিল কেটে ঘরের ভেতরে প্রবেশ করে।
এ সময় আলমারি ভেঙে জিনিসপত্র বের করে নিচে ফেলে দেয় এবং বাসার সব মালামাল তছনছ করে। কম্পিউটার, ল্যাপটপ, নগট টাকা এবং মূল্যবান জিনিস থাকা সত্ত্বেও তারা কোনো কিছু নেয়নি। এ কারণে ঘটনাটি রহস্যজনক বলে মনে হচ্ছে।
এ ব্যাপারে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শফিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গ্রিল কেটে বাসার ভেতর প্রবেশ করলেও কোনো জিনিসপত্র চুরি হয়নি। কারা কেন, কি উদ্দেশে গ্রিল কেটে বাসায় প্রবেশ করেছিল বিষয়টি খুবই রহস্যজনক। পুলিশ এ ঘটনায় কাজ করছে। দ্রুতই জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।