Logo
Logo
×

সারাদেশ

মহেশখালীতে সাধের ঘর বানাতে গিয়ে প্রাণ গেল স্বামীর, স্ত্রী আহত

Icon

মহেশখালী প্রতিনিধি

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২০, ১২:৩৮ পিএম

মহেশখালীতে সাধের ঘর বানাতে গিয়ে প্রাণ গেল স্বামীর, স্ত্রী আহত

ছবি: সংগৃহীত

কক্সবাজারের মহেশখালী উপজেলায় বসতঘর তৈরির সময় মাটির দেয়াল ধসে চাপা পড়ে প্রাণ গেল যুবকের। গুরুতর আহত হয়েছেন তার স্ত্রীও।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার কালারমার ছড়া ইউনিয়নের পূর্ব ইউনুছখালী পাহাড়তলী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম নবী হোসেন (৪০)। তিনি একই এলাকার আবুল হোসেনের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, নবী হোসেন থাকার জন্য একটি ঘর করছিলেন কাঁচা মাটি দিয়ে। সন্ধ্যার দিকে বৃষ্টি শুরু হলে পলিথিন দিয়ে দেয়ালগুলো ঢেকে দেয়ার চেষ্টা করছিলেন নবী হোসেন ও তার স্ত্রী। এ সময় আকস্মিকভাবে দেয়াল ধসে পড়ে দুজনই গুরুতর আহত হন৷ 

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চকরিয়া হাসপাতালে নিলে রাতে সেখানে চিকিৎসাধীন থেকে নবী হোসেনের মৃত্যু হয়। তার স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জামিরুল ইসলাম জানান, কাঁচা মাটি দিয়ে বাড়ি নির্মাণ করতে গিয়ে অসাবধানতাবশত এ দুর্ঘটনা ঘটে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম