মাদারগঞ্জে টাকা নিয়ে বিনামূল্যের বই বিতরণের সংবাদের প্রতিবাদ
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২০, ১২:০৩ পিএম
টাকা নিয়ে বিনামূল্যের বই বিতরণের সংবাদের প্রতিবাদ জানিয়েছে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৪ শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। তারা জানিয়েছেন, বইবাবদ কোনো টাকা নেয়া হয়নি।
গত ২ জানুয়ারি বুধবার যুগান্তর অনলাইন সংস্করণে ‘জামালপুরে টাকা ছাড়া মিলছে না বিনামূল্যের বই’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
এ সংবাদের প্রতিবাদ জানিয়েছে উপজেলার পলিশা উচ্চ বিদ্যালয়, শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়, পাটাদহ কয়ড়া উচ্চ বিদ্যালয় ও ফুলজোড় রহিম জাফর উচ্চ বিদ্যালয়ের কর্তৃপক্ষ।
উল্লেখিত ৪টি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ জানান, ১ জানুয়ারি বিনামূল্যে বই বিতরণ অনুষ্ঠানে উল্লেখিত চারটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছ থেকে বইবাবদ কোনো টাকা নেয়া হয়নি। প্রকৃতপক্ষে বিদ্যালয়গুলির কিছু সংখ্যক শিক্ষার্থীর কাছ থেকে ভর্তি ফি/সেশন চার্জ আদায় করা হয়েছে।
প্রতিবাদ লিপিতে চারটি বিদ্যালয়ের কর্তৃপক্ষ সংবাদটিকে অসত্য ও ভিত্তিহীন বলে উল্লেখ করে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে।