ভাসমান ক্রেনে রওনা হলো পদ্মা সেতুর ২০তম স্প্যান
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০১৯, ০১:১৮ এএম
ফাইল ছবি
পদ্মা সেতুর ২০তম স্প্যান ‘৩-ডি’ ১৮-১৯ নম্বর পিলারের ওপর বসছে আজ মঙ্গলবার।
আবহাওয়া অনুকূলে থাকলে সকালে পদ্মা সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে বসানো হবে ২০তম স্প্যান। এতে দৃশ্যমান হবে সেতুর ৩ কিলোমিটার।
পদ্মা সেতু প্রকল্পের সহকারী প্রকৌশলী আবদুল কাদের মুরাদ জানান, ধূসর রঙের ১৫০ মিটার দৈর্ঘ্যের তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি মঙ্গলবার সকালে বসানো হবে।
স্প্যানটি নিয়ে বেলা ১২টার দিকে মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে রওনা দেয় তিয়ান-ই ভাসমান ক্রেন।
গত ১১ ডিসেম্বর পদ্মা সেতুর ১৮তম স্প্যান এবং ১৮ ডিসেম্বর বসানো হয় ১৯তম স্প্যান। সেতু কর্তৃপক্ষ জানায়, দেশে এ পর্যন্ত ৩৩টি স্প্যান এসেছে।
সেতুর রোডওয়ে স্ল্যাব ও রেলওয়ে স্ল্যাবসহ অন্যান্য কাজ সিডিউল অনুযায়ী চলছে।
দেশের সর্ববৃহৎ সেতুটির মূল অংশের নির্মাণকাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেড।
২০১৪ সালের ডিসেম্বরে সেতুর কাজ শুরু হয়। ৬ দশমিক ১৫০ কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল সেতুটি কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে।