Logo
Logo
×

সারাদেশ

সাবেক এমপি আউয়াল ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৪ মামলা

Icon

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৯, ০২:৫১ পিএম

সাবেক এমপি আউয়াল ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৪ মামলা

পিরোজপুর-১ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভীন। ছবি: যুগান্তর

পিরোজপুর-১ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভীনের বিরুদ্ধে চারটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।   

দুদকের সমন্বিত জেলা বরিশালে সোমবার এ মামলা করা হয়েছে। এর একটিতে তার স্ত্রী লায়লা পারভীন ও তিনটিতে এমপি আউয়ালকে আসামি করা হয়েছে।

দুদকের ডেপুটি সহকারী পরিচালক মো. আলী আকর এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি যুগান্তরকে জানান, সোমবার ওই মামলায় একটিতে তার স্ত্রী লায়লা পারভীন ও তিনটিতে এমপি আউয়ালকে আসামি করা হয়েছে। 

এর আগে ওই মামলার অনুমোদন নিয়েছে দুদক। তাই গত মঙ্গলবার বিকালে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে আউয়ালের দেশত্যাগের ওপর একটি নিষেধাজ্ঞাও জারি করে চিঠি দেয়া হয়।

মামলাসূত্রে জানা গেছে, ছয়জন ভুয়া ব্যক্তির নামে ভূমিহীন দেখিয়ে জেলার নাজিরপুর থানার সামনে উপজেলা সদরের ভূমি অফিসের পেছনের ১৩ শতাংশ সরকারি খাসজমি নিজের দখলে নেন সাবেক এমপি। পরে সেখানে তিনি দ্বিতল পাকা ভবন তৈরি করে পল্লী বিদ্যুৎকে ভাড়া দেন। 

জালিয়াতির এ ঘটনার অনুসন্ধানের পর স্থানীয় অ্যাসিল্যান্ড দুদক কর্মকর্তাকে বলেছেন, তিনি ওই ছয় ব্যক্তির কোনো অস্তিত্ব খুঁজে পাননি। অনুসন্ধানে বেরিয়ে আসা ছয় ব্যক্তির অস্তিত্ব না থাকলেও সাবেক এমপি আউয়ালের স্ত্রী লায়লা পারভীনের নামে বাড়ির বিদ্যুৎ বিল পরিশোধ করা হচ্ছে। এ সংক্রান্ত সব ধরনের প্রমাণ পাওয়ার পর দুদক অনুসন্ধান শেষ করে মামলা করেছে।

দুদকের ওই সূত্র আরও জানান, সরকারি খাস জায়গা লিজ নিয়ে ওই জায়গায় স্ত্রী লায়লা পারভীনের নামে দ্বিতল পাকা ভবন করে  তা পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতিকে ভাড়া দিয়ে অবৈধভাবে দখলে রাখার অপরাধে দণ্ডবধির ৪২০/৪০৯/১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় একেএমএ আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভীনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।

প্রায় একই প্রক্রিয়ায় জেলার নেসারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার ডাকবাংলোর কাছে একটি সরকারি খাসজমি অবৈধভাবে দখল করে সেখানে তিন তলার একটি ভবন নির্মাণ করেছেন, যা পরে আউয়াল ফাউন্ডেশন নামে নামকরণ করা হয়। 

এমপির ক্ষমতা প্রয়োগ করে তিনি এ জালিয়াতির আশ্রয় নেন। ওই অপরাধে একেএমএ আউয়ালের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০/৪০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ  আইনের ৫(২) ধারায়  আরও একটি মামলা করেছে দুদক।

এ ছাড়া পিরোজপুর শহরের খুমুরিয়া মৌজার জেএল-৪৬, খতিয়ান নং-২৯৩, রাজার পুকুর নামে পরিচিত ৪৪ শতক সরকারি খাসজমি চতুর্দিকে দেয়াল নির্মাণ করে দখলে নিয়ে নেন আউয়াল।   

এই অপরাধে আউয়ালের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০/৪০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় তৃতীয় মামলা করে দুদক।

উল্লেখ্য, এমপি একেএমএ আউয়াল ২০০৮ ও ২০১৪ সালে পর পর দুবার পিরোজপুর-১ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হন।  এ সময়ে তিনি এসব দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েন।

Jamuna Electronics

img img
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম