চাঁদা না দেয়ার জের
সোনারগাঁওয়ে জামদানী কারিগরের বাড়িতে পেট্রোল ঢেলে সন্ত্রাসীদের আগুন
যুগান্তর রিপোর্ট, সোনারগাঁও
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০১৯, ১০:০৮ এএম
মাদক সেবনের টাকা চেয়ে না পেয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কোড্ডাবাড়ি গ্রামে শুক্রবার সকালে এক জামদানী শাড়ির কারিগরের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে সন্ত্রাসীরা।
এতে তার বাড়ির ৩টি বসত ঘর, আসবাবপত্র, জমির কাগজপত্র ও বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
ঘটনার পর থেকে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে বসবাস করছে। এ ঘটনায় পুরো কোড্ডাবাড়ি এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
সোনারগাঁও থানায় এ ব্যাপারে একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার সাদীপুর ইউনিয়নের কোড্ডাবাড়ি এলাকার সেরাজুল ইসলামের ছেলে রাজিব ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে স্থানীয় একটি কারখানায় জামদানি শাড়ি বুননের কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন।
একই ইউনিয়নের বাইশটেংঙ্গী গ্রামের আফতাব উদ্দিনের ছেলে মাদকসেবী ও শীর্ষ সন্ত্রাসী জাকির হোসেনের নেতৃত্বে তার ৪/৫ সহযোগী নিয়ে সম্প্রতি রাজিবের কাছে মাদক সেবনের টাকা দাবি করে।
দাবীকৃত টাকা না পেয়ে গত মঙ্গলবার জাকির ও তার সহযোগীরা জোরপূর্বক কয়েকটি জামদানি শাড়ি নিয়ে যায় ও বিভিন্ন মালামাল ভাংচুর করে।
এঘটনায় জাকির হোসেনকে এলাকাবাসী আটক করে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশের কাছে সোর্পদ করেন। ঘটনাটি মিমাংসা করার শর্তে এলাকার ইসমাঈল মেম্বারসহ কয়েকজন গ্রাম্য মাতবর জাকির হোসেনকে পুলিশের কাছ থেকে ওই সময়ই ছাড়িয়ে নেন।
এ ঘটনার জের ধরে শুক্রবার সকাল ৮টার দিকে সন্ত্রাসী জাকির হোসেনের নেতৃত্বে শাহাজালাল, ছাদু, আনার হোসেন , আলামিন, শহিদুল্লাহসহ ৭/৮ একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্রসজ্জে সজ্জিত হয়ে সেরাজুল ইসলামের বাড়িতে হামলা চালায়।
এসময় হামলাকারীরা জামদানী শাড়ি কারিগর রাজিব মিয়ার ৩টি ঘরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এসময় ৩টি বসত ঘর ও ঘরের ভেতরে থাকা সব মালামাল পুড়ে পুড়ে ছাই হয়ে যায়।
সন্ত্রাসীদের ভয়ে এসময় কেউ সামনে আসারও সাহস পায়নি। ক্ষতিগ্রস্থ রাজিবের পিতা সেরাজুল ইসলাম জানান, সন্ত্রাসী জাকির হোসেনের নেতৃত্বে তার সহযোগীরা তাদের ৩টি বসত ঘরে সম্পূর্ণ পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে দিয়েছে।
এতে ঘরের ভেতরে থাকা বাড়ির কাগজপত্র ও সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। বর্তমানে তিনি সন্ত্রাসী জাকির গ্রুপের ভয়ে স্ত্রী-সন্তান নিয়ে এলাকা ছেড়ে অন্যত্র পালিয়ে বেড়াচ্ছেন।
একমাত্র মেয়ে আগামীতে এসএসসি পরিক্ষার্থী। সেও সন্ত্রাসীদের ভয়ে স্কুলে যেতে পারছে না।
সাদীপুর ইউনিয়ন পরিষদের সদস্য রাসিদা আক্তার জানান, জাকির হোসেনের সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে।
সোনারগাঁ থানায় জাকির ও তার বাহিনীর বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে। কেউ তার বাহিনীর বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পায়না।
তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ আহসান উল্লাহ জানান, জামদানী শাড়ি লুট করে কেটে ফেলার অভিযোগে গত মঙ্গলবার জাকির হোসেনকে এলাকাবাসী আটক করে।
খবর পেয়ে তালতলা তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে স্থানীয় ইসমাঈল মেম্বার গ্রাম্য সালিসের মাধ্যমে বিষয়টি মিমাংসা করার কথা বলে তাকে ছাড়িয়ে নিয়ে যায়।
এই ঘটনার পর শুক্রবার সকালে জাকির ও তার সহযোগীরা জামদানী শাড়ি কারিগর রাজিবের বাড়ি-ঘরে অগ্নিসংযোগ করে বলে আমি জানতে পেরেছি।
ঘটনা জানার সঙ্গে সঙ্গে ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। জাকির ও তার সহযোগীদের গ্রেফতারের ব্যাপারে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে।