সিলেট নগরীর হজরত শাহজালালের (রহ.) মাজার থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার এ লাশ উদ্ধার করা হয়।
মাজার কর্তৃপক্ষ লাশটি দেখতে পেয়ে সিলেট কোতোয়ালি মডেল থানায় খবর দেয়। কোতোয়ালি থানা পুলিশ মাজারের লাশ ঘরের পেছনের মেঝেতে পড়ে থাকা অবস্থায় লাশটি উদ্ধার করে। লাশের পরনে খয়েরি রঙের জ্যাকেট, সবুজ ফুল হাতা শার্ট ও ধূসর রঙের প্যান্ট।
এ ব্যাপারে ওসি সেলিম মিয়া জানান, উদ্ধার লাশের কপালে আঘাতের চিহ্ন রয়েছে। তবে কেউ আঘাত করে মেরেছে না স্ট্রোক করে মারা গেছে, তা এখনও নিশ্চিত নয়। ময়নাতদন্তের পর তা জানা যাবে।
লাশের পরিচয় শনাক্ত করতে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে রাখা হয়েছে। লাশটি বর্তমানে ওসমানী হাসপাতালের হিমঘরে রয়েছে বলে তিনি জানান।