চেয়ারম্যানকে প্রধান অতিথি না করায় ধামরাইয়ে মাহফিল পণ্ড
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০১৯, ১১:০০ পিএম
![চেয়ারম্যানকে প্রধান অতিথি না করায় ধামরাইয়ে মাহফিল পণ্ড](https://cdn.jugantor.com/assets/news_photos/2019/12/22/image-258464-1577034159.jpg)
ঢাকার ধামরাইয়ে ইউপি চেয়ারম্যানকে প্রধান অতিথি না করায় পণ্ড হয়ে গেল চিশতিয়া গাউসুল আজম দরবার শরীফের ২য়তম বার্ষিক মাহফিল।
অভিযোগের তীর ওই ইউপি চেয়ারম্যানের দিকে। আইন-শৃঙ্খলার অবনতির আশংকা দেখিয়ে পুলিশের ৯৯৯ অভিযোগ দেয়া হলে এ মাহফিলটি বন্ধ করে দেয়া হয় বলে জানা গেছে।
ঘটনাটি ঘটেছে রোববার রাতে উপজেলার শুলধন ছোট নারায়ণপুর গ্রাম এলাকার চিশতিয়া গাউসুল আজম দরবার শরীফে। এতে দরবারের হাজার হাজার ভক্তানুরাগী মর্মাহত হয়ে পড়েছেন।
প্রয়াত পীরে কামেল মো. ফজলুর রহমানের চিশতিয়া গাউসুল আজম দরবার শরীফ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার রাতে ছিল উপজেলার শুলধন ছোট নারায়ণপুর চিশতিয়া গাউসুল আজম দরবার শরীফে ২৪তম বার্ষিক মাহফিল। এ বার্ষিক মাহফিলে সানোড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক খালেদ মাসুদ লাল্টুকে প্রধান অতিথি না করে তাকে বিশেষ অতিথি করায় তিনি ক্ষুব্ধ হন।
এতে তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অজুহাত দেখিয়ে ৯৯৯ ফোন করলে রোববার বিকালে ওই দরবারের মাহফিল বন্ধ করে দেয়া হয়।
তবে অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান মো. খালেদ মাসুর লাল্টু বলেন, দরবারটি আমার নিজের এলাকায় অবস্থিত। এখানে আমাকে প্রধান অতিথি করা না করার বিষয়ে কোনো অভিযোগ নেই।
এ ব্যাপারে শুলধন ছোট নারায়ণপুর গাউসুল আজম দরবার শরীফের খাদেম ইঞ্জিনিয়ার মো. আলতাফ হোসেন সামাদ বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. খালেদ মাসুদ লাল্টুকে প্রধান অতিথি না করে বিশেষ অতিথি করেছি আর উপজেলা চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি মো. মোহাদ্দেছ হোসেনকে প্রধান অতিথি না করায় তিনি ক্ষুব্ধ হয়ে ৯৯৯ ফোন করেন। পরে পুলিশ আমাদের এ মাহফিল বন্ধ করে দেয়।