Logo
Logo
×

সারাদেশ

ভারতের নাগরিকত্ব আইন: সংসদে নিন্দা বিল পাসের আহ্বান বাবুনগরীর

Icon

হাটহাজারী প্রতিনিধি

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০১৯, ০২:৩৯ পিএম

ভারতের নাগরিকত্ব আইন: সংসদে নিন্দা বিল পাসের আহ্বান বাবুনগরীর

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাটহাজারী মাদ্রাসার সহযোগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী। ছবি: যুগান্তর

ভারতে সদ্য পাস হওয়া নাগরিকত্ব সংশোধনী বিলকে মুসলিমবিরোধী গভীর ষড়যন্ত্র আখ্যা দিয়ে বাংলাদেশের জাতীয় সংসদে এর বিরুদ্ধে নিন্দা বিল পাসের আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাটহাজারী মাদ্রাসার সহযোগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী।

গত শনিবার রাতে এক বিবৃতিতে আল্লামা বাবুনগরী এ আহ্বান জানান।

তিনি বলেন, ভারতের নাগরিকত্ব বিলে মুসলমানদের ওপর জুলুম করা হয়েছে। নির্দিষ্ট কোনো ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেয়া ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপের শামিল। নাগরিকত্ব বিলে মুসলমানদের ওপর অবিচার করায় বাংলাদেশ ৯০ শতাংশ মুসলিম অধ্যুষিত দেশ হিসেবে এ বিলের বিরুদ্ধে বাংলাদেশের জাতীয় সংসদে নিন্দা বিল পাস করতে হবে।

বিবৃতিতে আল্লামা বাবুনগরী আরও বলেন, উগ্র হিন্দুত্ববাদী জালিম মোদি সরকারের এ নাগরিকত্ব বিলে বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এ বিতর্কিত নাগরিকত্ব বিলের ব্যাপারে ক্ষোভ জানিয়েছে। বাংলাদেশের মতো ৯০ মুসলিম শতাংশ অধ্যুষিত বাংলাদেশকেও রাষ্ট্রীয়ভাবে এ বিলের নিন্দা ও প্রতিবাদ জানানো এখন অপরিহার্য দাবি। 

আল্লামা বাবুনগরী বলেন, নাগরিকত্ব বিলে পার্শ্ববর্তী দেশ ভারতের মুসলমানদের ওপর জুলুম-অবিচার করা সত্ত্বেও বাংলাদেশের মতো ৯০ শতাংশ মুসলমানের দেশ এ বিষয়ে চুপ থাকা বড় দুঃখজনক ও লজ্জাজনক। 

অনতিবিলম্বে বাংলাদেশের জাতীয় সংসদে এ বিলের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস করে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারের মাধ্যমে এ বিলের কড়া প্রতিবাদ জানানো দেশের লাখো কোটি তৌহিদি জনতার দাবি বলে তিনি মনে করেন। 

সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ হিসেবে মুসলমানদের বাদ দিয়ে এভাবে নির্দিষ্ট ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেয়ার প্রচেষ্টাকে রুখে দিতে ওআইসি, আরব লীগসহ বিশ্ব মুসলিম নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান হেফাজত মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম