Logo
Logo
×

সারাদেশ

গৌরনদীতে ছাত্রলীগ নেতার কাণ্ড!

Icon

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৯, ০৮:১১ পিএম

গৌরনদীতে ছাত্রলীগ নেতার কাণ্ড!

ভূরঘাটা বাস স্ট্যান্ডে হামলা চালিয়ে বাস মালিক সমিতির টোল ঘরের আসবাবপত্র ভাঙচুর

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের কিছু নেতাকর্মী বরিশালের গৌরনদী উপজেলার সীমান্তবর্তী ভূরঘাটা বাস স্ট্যান্ডে হামলা চালিয়ে বাস মালিক সমিতির টোল ঘরের আসবাবপত্র ভাঙচুর করেছে।

এ সময় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত পোস্টার ছিঁড়ে ফেলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দুপুরে পার্শ্ববর্তী কালকিনি উপজেলা ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান বাকামীন খানের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানায়।

খবর পেয়ে বরিশাল ও মাদারীপুর জেলার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বরিশাল বাস মালিক সমিতির স্টাফ ও ভূরঘাটা গ্রামের বাসিন্দা মোকছেদ আলী বেপারী অভিযোগ করেন, কালকিনির ২-৩ যুবক আমার বাড়ির পাশে মাদক বিক্রেতা ও সেবনকারী বাবু ফকির ও নাজমুল মল্লিকের বাড়িতে প্রায়ই আসা-যাওয়া করে। মঙ্গলবার দুপুর ১টার দিকে আমি দুপুরের খাবার খেতে বাড়িতে যাই। এ সময় বাকামীন খানকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে কারণ জানতে চাই। তখন এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়।

তিনি বলেন, এর জের ধরে বাকামীন খানের নেতৃত্বে ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী দুপুর দেড়টার দিকে ভূরঘাটা বাসস্ট্যান্ডস্থ বাস মালিক সমিতির টোল ঘরে ঢুকে আমাকে খুঁজতে থাকে। আমাকে না পেয়ে টোল ঘরে হামলা চালিয়ে টেবিল ও চেয়ারসহ আসবাবপত্র ভাঙচুর করে তারা। এ সময় হামলাকারীরা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত পোস্টার ছিঁড়ে ফেলে।

খবর পেয়ে গৌরনদী থানার এসআই বাবুল হোসেন ও মাদারীপুরের ডিবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে কালকিনি উপজেলা ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান বাকামীন খান বলেন, হামলার ঘটনার সঙ্গে আমি জড়িত নই। আমার সাথে মোকছেদ আলী বেপারী অসদাচরণ করার খবর পেয়ে উৎসুক ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালায় বলে শুনেছি।

গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) মাহাবুবুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম