Logo
Logo
×

সারাদেশ

পুলিশের পোশাক পরে ৫ স্বর্ণের দোকানে ডাকাতি

Icon

পূবাইল প্রতিনিধি

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৯, ০১:৫০ এএম

পুলিশের পোশাক পরে ৫ স্বর্ণের দোকানে ডাকাতি

কালীগঞ্জে স্বর্ণের দোকানে ডাকাতি। ছবি: যুগান্তর

গাজীপুর কালীগঞ্জ উপজেলায় পুলিশের পোশাক পরে পাঁচ স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে।
 
সোমবার দিবাগত রাত ৩টার দিকে উলুখোলা পুলিশ ফাঁড়িসংলগ্ন বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বাজারে সাত নৈশপ্রহরীকে এক রশিতে বেঁধে পুলিশের পোশাক পরিহিত অবস্থায় রাত ১১টা থেকে ৩টা পর্যন্ত ২০-২৫ জনের ডাকাত দল ডাকাতি করে। উলুখোলা পুলিশ ফাঁড়ির ঠিক উল্টো পাশে ২০০ মিটার দূরত্বে এ ঘটনা ঘটে। 

এ সময় উলুখোলা বাজারে যারা আসছিলেন, তাদের পুলিশি তল্লাশির নামে এক জায়গায় আটকিয়ে রাখা হয়। কেউ কিছু বুঝে ওঠার আগেই পাঁচটি স্বর্ণের দোকানের তালা-সাটার কেটে সবকিছু লুট করে গাড়িতে করে পালিয়ে যান ডাকাতরা।

ঘটনাস্থলে পৌঁছাতে পুলিশের সময় লেগেছে ৪ ঘণ্টা। এটি নিয়ে জনমনে চলছে নানা চাপা ক্ষোভ।

উলুখোলা পুলিশ ফাঁড়ির প্রধান এসআই রুপম কুমার সরকার জানান, যখন ডাকাতি চলছিল, তখন আমার পুলিশের দল নগরীতে দায়িত্ব পালন করছিল। 

দিবাগত রাত ৩টায় ঘটিনাস্থলে যাওয়ার আগেই ডাকাতরা পালিয়ে যায়। 

তবে এর আগেও একটি ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত তাদের গ্রেফতার করা হয়েছিল। আশা করি এবারও ডাকাতদের ধরতে পারব।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম