২ আ’লীগ নেতার দ্বন্দ্বে নরসিংদীতে সংঘর্ষ, টেঁটাবিদ্ধ ৮
যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০১৯, ০৪:১০ এএম
ফাইল ছবি
আধিপত্য বিস্তার নিয়ে নরসিংদীর চরাঞ্চলে দুই আওয়ামী লীগ নেতার দ্বন্দ্বে দুগ্রুপের সংঘর্ষ হয়েছে। এ সময় উভয়পক্ষের আটজন টেঁটাবিদ্ধ হয়েছেন।
সোমবার সকালে সদর উপজেলার নজরপুর ইউনিয়নের আলীপুরা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ও বাকিরা নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন।
নরসিংদী সদর মডেল থানার ওসি সৈয়দুজ্জামান জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে নজরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, আলীপুরা গ্রামের বাসিন্দা শাহজাহান মিয়া ও একই গ্রামের আওয়ামী লীগ নেতা কামাল মিয়ার।
এ নিয়ে সোমবার সকালে দুপক্ষের লোকজন টেঁটাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে টেঁটাবিদ্ধ হয়ে উভয়পক্ষের আটজন আহত হন।
আহতদের মধ্যে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন গহর আলী (২৫), মিছির আলী (১৮), কাউছার (২২) মেহেদী (১৯) ও অহরউদ্দিন (৩৫)। গুরুতর আহত শাহজাহান কাজী ও তার ছেলে মামুন কাজীকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।