Logo
Logo
×

সারাদেশ

শ্রীপুরে সিলিন্ডারের পাইপ লিক হয়ে বাড়িতে আগুন

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০১৯, ০২:২৬ পিএম

শ্রীপুরে সিলিন্ডারের পাইপ লিক হয়ে বাড়িতে আগুন

শ্রীপুরে সিলিন্ডারের পাইপ লিক। ছবি: যুগান্তর

গাজীপুরের শ্রীপুরে গ্যাস সিলিন্ডারের পাইপ লিক হয়ে বাড়িতে আগুন লেগেছে। এতে বসতবাড়ি ও ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়।

শনিবার রাত সাড়ে ১১টায় শ্রীপুর পৌরসভার কেওয়া নতুনবাজার (মধ্যপাড়া) এলাকার নুরুল হকের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

খবর পেয়ে শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। 

শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাম প্রসাদ পাল জানান, শনিবার রাত সাড়ে ১১টায় গ্যাস সিলিন্ডারের পাইপ লিকেজ হয়ে আগুনের সূত্রপাত হয়। 

আগুন দ্রুত পাশে পাঁচটি ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় ঘরে থাকা বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়। খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম