Logo
Logo
×

সারাদেশ

বান্দরবানের লামায় আরও এক হাতির মৃত্যু

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ৩০ নভেম্বর ২০১৯, ০৮:৪৯ এএম

বান্দরবানের লামায় আরও এক হাতির মৃত্যু

মৃত হাতিটি। ছবি: যুগান্তর

বান্দরবানের লামায় আরও একটি বন্যহাতির মৃত্যু হয়েছে। শনিবার জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারী এলাকার হরিরঞ্জন বাবুর রাবার বাগানের পাশে বন্যহাতিটির মৃতদেহ পাওয়া গেছে।

বনবিভাগ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার জেলার লামা উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের কুমারী ইসকাটার ঝিরিতে একটি অসুস্থ বন্যহাতি দেখে স্থানীয়রা বনবিভাগকে জানান। খবর পেয়ে বনবিভাগের লামা সদর রেঞ্জ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন খান এবং ডুলাহাজরা সাপারি পার্কের ডা. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থল পরিদর্শনে যান।

অসুস্থ বন্যহাতিটিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন চিকিৎসক। চিকিৎসাধীন শনিবার বিকালে বন্যহাতিটির মৃত্যু হয়েছে। তবে মৃত হাতিটি এখনও ঘটনাস্থল থেকে সরানো হয়নি।

লামা বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন খান জানান, পাহাড়ি রাস্তা দিয়ে চলাচলের সময় হয়তো পাহাড় থেকে পড়ে গিয়ে বন্য হাতিটি আঘাত পেয়ে গুরুতর অসুস্থ হয়েছিল। তবে ময়নাতদন্তের জন্য হাতিটির নমুনা সংগ্রহ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

প্রসঙ্গত, চলতি মাসে লামা উপজেলার ইয়াংছা এবং কুমারী এলাকায় আরও ২টি বন্য হাতির মৃত্যু হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম