মাগুরায় কলেজছাত্রীকে উত্যক্ত করায় যুবকের কারাদন্ড

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ: ২৯ নভেম্বর ২০১৯, ০৭:৪৫ এএম

মাগুরার মহম্মদপুরে এক কলেজছাত্রী উত্যক্ত করায় শান্ত বিশ্বাস (২০) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফুর রহমান এ দন্ডাদেশ দেন।
দন্ডপ্রাপ্ত যুবক উপজেলার নহাটা ইউনিয়নের সালধা গ্রামের পতিত কুমার বিশ্বাসের ছেলে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, শান্ত বিশ্বাস দীর্ঘদিন ধরে কলেজ পড়ুয়া এক ছাত্রীকে উত্যক্ত করে আসছিল।
ছাত্রী ভয়ে কাউকে কিছু না বলে নিরবে সহ্য করে গেছে। উত্যক্তের মাত্রা বাড়তে থাকে। এর এক পর্যায়ে বৃহস্পতিবার দুপুরে ওই যুবক ছাত্রীর বাড়িতে গিয়ে তাকে শ্লীলতাহানির চেষ্টা করে এবং তার হাতে থাকা ফোন কেড়ে নেয়।
অভিভাবকরা পরে বিষয়টি পুলিশকে জানালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই যুবককে সাজা দেয়া হয়।