আখাউড়ায় ট্রেনের টিকিট কালোবাজারি, আটক ২
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ২৮ নভেম্বর ২০১৯, ১২:৫১ পিএম
আখাউড়ায় আটক মিলন মিয়া ও মহব্বত আলী। ছবি: যুগান্তর
পূর্বাঞ্চল রেলপথের আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে অভিযান চালিয়ে দুই টিকিট কালোবাজারিকে আটক করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বুধবার রাতে আখাউড়া রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টারের সামনে ৭১ নামে একটি দোকানে রেখে টিকিট বিক্রির সময় তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মো. মিলন মিয়া (৫০), ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার দুবলা গ্রামের মৃত মহররম আলীর ছেলে এবং তার সহযোগী মো. মহব্বত আলী (৬৫), আখাউড়া পৌরশহরের মসজিদপাড়া গ্রামের বাসিন্দা মৃত মোকছেদ আলীর ছেলে।
জানা যায়, আটক ব্যক্তিদের কাছ থেকে ট্রেনের ১০১ আসনের টিকিট উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই টিকিট কালোবাজারির একজনকে ৫ মাস ও অন্যজনকে ৬ মাসের বিনাশ্রমে কারাদণ্ডাদেশ দেয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতে তাদের কারাদণ্ড দেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার রেইনা।
ব্রাহ্মণবাড়িয়া ডিবি পুলিশের ওসি আমিনুর রশিদ জানান, আখাউড়া রেলওয়ে স্টেশনের টিকিট কালোবাজারি রোধ ও কালোবাজারিদের আইনের আওতায় আনতে গোয়েন্দা পুলিশের নজরদারি বৃদ্ধি করা হয়।
পরে ক্রেতা সেজে তাদের থেকে টিকিট ক্রয়ের সময় হাতেনাতে আটক করা হয় ওই দুই শীর্ষ টিকিট কালোবাজারিকে। অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিবির ওসি।