Logo
Logo
×

সারাদেশ

নরসিংদীতে পাটকল শ্রমিকদের অনশনে স্ত্রী-সন্তানরাও

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ২৭ নভেম্বর ২০১৯, ১০:৪৩ পিএম

নরসিংদীতে পাটকল শ্রমিকদের অনশনে স্ত্রী-সন্তানরাও

নরসিংদীতে মজুরি কমিশনসহ ১১ দফা দাবি আদায়ে শ্রমিকদের অনশনে স্ত্রী-সন্তানরাও

নরসিংদীতে মজুরি কমিশনসহ ১১ দফা দাবি আদায়ে শ্রমিকদের পাশাপাশি কারখানায় কর্মরত শ্রমিকদের স্ত্রী ও শিশু সন্তানরা অংশ নিয়েছেন।

দাবি আদায়ের লক্ষ্যে ৮ ঘণ্টা কর্মবিরতি দিয়ে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন ইউএমসি জুট মিল শ্রমিকরা। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কর্মসূচি চলবে। 

এ সময় ভাত দে, কাপড় দে নয়তো একটু বিষ দে স্লোগান দেয়া হয়। একই সঙ্গে বস্ত্র ও পাটমন্ত্রীর কুশপুত্তলিকায় জুতাপেটা করা হয়। 

বুধবার বাংলাদেশ পাটকল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদ আয়োজিত এ কর্মসূচিতে হাজারও শ্রমিক অংশ নেন। মিলের সব ধরনের উৎপাদন বন্ধ করে দেয়া হয়। 

এ সময় বক্তারা বলেন, ঘরে চাল নেই। পেটে ভাত নেই। ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে আমাদের শিশু সন্তান ও স্ত্রীরাও আমাদের সঙ্গে অনশন কর্মসূচিতে যোগ দিয়েছে। দীর্ঘদিনেও বকেয়া মজুরি, পিএফ’র টাকা প্রদান ও বদলি শ্রমিকদের স্থায়ীকরণ, মজুরি কমিশনসহ তাদের ১১ দফা ন্যায্য দাবি না মানলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।

ইউএমসি জুট মিলের সিবিএ সভাপতি শফিকুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, কাউছার আহাম্মেদ, সুমন খন্দকার, জাকির হোসেন, নন-সিবিএ পরিষদের সাবেক সভাপতি আনিসুর রহমান, মোশারফ হোসেন, কাউযুম প্রধান, শামসুল আরেফিন, ইসা হাবিব রিপন সরকারসহ ঐক্য পরিষদের নেতারা এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

Jamuna Electronics

Document
Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম