Logo
Logo
×

সারাদেশ

‘আগামী বিশ্বযুদ্ধ হতে পারে পানির জন্য’

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ২৭ নভেম্বর ২০১৯, ০৯:০৬ পিএম

‘আগামী বিশ্বযুদ্ধ হতে পারে পানির জন্য’

ঢাকা বিভাগীয় কমিশনার জয়নুল বারী বলেছেন, ভবিষ্যতে বিশুদ্ধ পানির জন্য তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে। সেই চিন্তা মাথায় রেখে বাংলাদেশ সরকার বিশুদ্ধ পানি ব্যবস্থা রাখার জন্য রূপরেখা তৈরি করে রেখেছে।

তিনি বলেন, এরই অংশ হিসেবে পানি উন্নয়ন বোর্ড নদী খননসহ বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তা ছাড়া সরকার শত বছরের যে ডেল্টা প্ল্যান হাতে নিয়েছে, তা বাস্তবায়ন হলে দেশের চেহারা পাল্টে যাবে।

বুধবার বিকালে নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ড্রিম হলিডে পার্কে সরকারের উন্নয়ন অগ্রযাত্রা তুলে ধরে মিট দ্যা প্রেসে ঢাকা বিভাগীয় কমিশনার জয়নুল বারী এসব কথা বলেন।

তিনি বলেন, বিশ্বের কোনো দেশে বাংলাদেশ সরকারের মতো করে এতো শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের নজির নেই। কিন্তু আমাদের সরকার বছরের শুরুতেই শিক্ষার্থীদের মাঝে বই পৌঁছে দিচ্ছে। আগামীতে বইয়ের সঙ্গে পোশাকের জন্য অর্থ দেয়া হবে।

এ সময় সরকারের উন্নয়ন যাত্রায় অংশ নেয়ায় জেলা প্রশাসনের ভূয়সী প্রশংসা করেন ঢাকা কমিশনার জয়নুল বারী। 

নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল কায়েস, জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি আফসানা বারী, শিবপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ূন কবির, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফিয়া আক্তার শিমু, বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা শরমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়াসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম