
প্রিন্ট: ৩১ জুলাই ২০২৫, ০৪:৫৪ পিএম
বাঁশে ঝুলিয়ে নির্যাতন, জকিগঞ্জে মেম্বারসহ ৪ জন কারাগারে

সিলেট ব্যুরো
প্রকাশ: ২২ নভেম্বর ২০১৯, ১০:০০ পিএম

বাঁশে ঝুলিয়ে নির্যাতন
সিলেটে বাঁশে ঝুলিয়ে যুবকের ওপর বর্বর নির্যাতনের ঘটনায় গ্রেফতার সালাম মেম্বারসহ চারজনকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
শুক্রবার জকিগঞ্জ আদালতে হাজির করা হলে বিচারক তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
আসামিরা হচ্ছে জকিগঞ্জের আটগ্রামের সালাম মেম্বার, এবাদ মেম্বার, আনোয়ার ও শাহজাহান।
জকিগঞ্জ থানার ওসি মীর আবদুন নাসের জানান, আসামিদের ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে তবে শুনানি হয়নি।
ভারতে পালানোর পথে গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সালাম মেম্বারকে কানাইঘাটের কাড়াবাল্লা এলাকা থেকে গ্রেফতার করে জকিগঞ্জ থানা পুলিশ। এর আগে সালামের অপর ৩ সহযোগী এবাদ মেম্বার, আনোয়ার ও শাহজাহান ধরা পড়ে পুলিশের হাতে।
উল্লেখ্য, জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়ন পরিষদের সদস্য আবদুস সালাম ওরফে ফকির মাস্তান একই ইউনিয়নের বড়বন্দ গ্রামের মৃত সফর আলীর ছেলে গিয়াস উদ্দিনের হাত-পা বেঁধে বাঁশের সঙ্গে ঝুলিয়ে বেধড়ক মারধর করে।
সিলেট