Logo
Logo
×

সারাদেশ

বুয়েটের সিদ্ধান্তে সন্তুষ্ট আবরারের পরিবার

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ২২ নভেম্বর ২০১৯, ১০:৪২ এএম

বুয়েটের সিদ্ধান্তে সন্তুষ্ট আবরারের পরিবার

আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ। ফাইল ছবি

ছাত্রলীগের নির্মম নির্যাতনে নিহত আবরার ফাহাদের হত্যার ঘটনায় বুয়েট থেকে ২৬ শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করায় সন্তুষ্ট আবরারের পরিবার।

শুক্রবার বিকালে আবরারের ভাই আবরার ফাইয়াজ সন্তুষ্টি প্রকাশ করে বলেন দেরিতে হলেও বুয়েট প্রশাসন খুনিদের ছাত্রত্ব চিরতরে বাতিল করেছে, তাতে আমরা সন্তুষ্ট।

প্রতিক্রিয়া জানাতে গিয়ে আবরারের মা রোকেয়া খাতুন বলেন, এসব করে আমার ছেলে তো আর ফিরে আসবে না। তবে খুনিদের আজীবন বহিষ্কার করায় কিছুটা সান্ত্বনা খুঁজে পেয়েছি। এখন মামলাটি যেন দ্রুত শেষ করে রায় কার্যকর করা হয়।

এর আগে বৃহস্পতিবার মধ্য রাতে ২৬ শিক্ষার্থীকে আজীবন বা স্থায়ীভাবে বহিষ্কার করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গ করায় অন্য ছয় শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেয়া হয়।

আবরার হত্যার ঘটনায় বুয়েটের করা তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বুয়েটের বোর্ড অব রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিন এ সিদ্ধান্ত নেয়। বহিষ্কৃত ২৬ জনের মধ্যে ২৫ জন পুলিশের এজাহারভুক্ত আসামি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম