Logo
Logo
×

সারাদেশ

সাতক্ষীরায় পিইসি পরীক্ষায় ৯ ভুয়া পরীক্ষার্থী, হল পরিদর্শক আটক

Icon

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ: ২১ নভেম্বর ২০১৯, ১০:২৭ পিএম

সাতক্ষীরায় পিইসি পরীক্ষায় ৯ ভুয়া পরীক্ষার্থী, হল পরিদর্শক আটক

সাতক্ষীরায় পিইসি পরীক্ষায় ৯ ভুয়া পরীক্ষার্থী, হল পরিদর্শক আটক

সাতক্ষীরার দেবহাটায় ভুয়া পরীক্ষার্থী সেজে ৯ শিশুর ইবতেদায়ী শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় অংশগ্রহণের ঘটনায় দায়িত্বরত হল পরিদর্শক নুরুল ইসলামকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সখিপুর আলিম মাদ্রাসা কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।

আটককৃত নুরুল ইসলাম পারুলিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া আফরীন ও ওসি বিপ্লব কুমার সাহার নেতৃত্বে সখিপুর আলিম মাদ্রাসা কেন্দ্রে অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষক নুরুল ইসলামকে আটক করে পুলিশ।

এ সময় পরীক্ষার কেন্দ্র থেকে ভুয়া পরীক্ষার্থী সেজে পরীক্ষায় অংশ নেয়া ৯ শিশুকে আটক করে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার জিম্মায় তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ইউএনও সাজিয়া আফরীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম