Logo
Logo
×

সারাদেশ

মুলাদীতে ধার করা শিক্ষার্থী দিয়ে পিইসি পরীক্ষা!

Icon

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ২১ নভেম্বর ২০১৯, ১০:৪৬ এএম

মুলাদীতে ধার করা শিক্ষার্থী দিয়ে পিইসি পরীক্ষা!

এই পরিত্যক্ত ভবন দেখিয়ে তয়কা কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় বলে চালানো হচ্ছে

মুলাদীতে শিক্ষক-শিক্ষার্থীবিহীন একটি কমিউনিটি বিদ্যালয় ধার করে ছাত্র-ছাত্রী এনে পিইসি পরীক্ষায় অংশগ্রহণ করাচ্ছে। একই সঙ্গে বিদ্যালয়টি জাতীয়করণের চেষ্টা চালাচ্ছে।

উপজেলার বাটামারা ইউনিয়নের তয়কা-টুমচর গ্রামের জাগরণী মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন একটি পরিত্যক্ত ভবনের তয়কা কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের নামে ৫ জন শিক্ষার্থী পিইসি পরীক্ষায় অংশগ্রহণ করছে।

কিন্তু উপজেলা শিক্ষা অফিসার, সহকারী শিক্ষা অফিসার কেউই জানে না ওই নামে কোনো বিদ্যালয় ছিল, না কী আছে।

তয়কা গ্রামের মো. তৌহিদুল ইসলাম জানান, '৯০-এর দশকে তয়কা কমিউনিটি বিদ্যালয়টি স্থাপিত হয় এবং দুইজন শিক্ষক বিদ্যালয়টি দাঁড় করানোর চেষ্টা চালান। ওই সময়ে সরকারি কোনো অনুদান না পাওয়ায় কয়েকদিনের মধ্যেই কমিউনিটি বিদ্যালয়টি বন্ধ হয়ে যায়।

তিনি জানান, দীর্ঘ ২০ বছর ধরে বিদ্যালয়ের ২টি কক্ষ পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। সরকারি রেজিস্ট্রি ও কমিউনিটি বিদ্যালয়গুলো জাতীয়করণ করায় সম্প্রতি তয়কা গ্রামের মোদাচ্ছের হোসেন কাগজে-কলমে ভুয়া শিক্ষার্থী দেখিয়ে বিদ্যালয়টি জাতীয়করণ করার চেষ্টা চালাচ্ছেন।

স্থানীয়রা জানান, মোদাচ্ছের কিংবা অন্য কেউ তয়কা কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ে কোনো ক্লাস করাননি কিংবা ওই বিদ্যালয়ে কোনো শিক্ষার্থী নেই। মোদাচ্ছের হোসেন পার্শ্ববর্তী উত্তর সেলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ জন শিক্ষার্থী এনে তয়কা কমিউনিটি বিদ্যালয়ের নামে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করাচ্ছেন।

একটি বিদ্যালয়ে প্রথম থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত কোনো ক্লাস না হয়ে শিক্ষার্থীরা কীভাবে পঞ্চম শ্রেণির পরীক্ষায় অংশগ্রহণ করছে এ নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

বিষয়টি নিয়ে ১ অক্টোবর প্রাথমিক শিক্ষা অধিদফতরে বরিশাল বিভাগীয় উপ-পরিচালকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তৌহিদুল ইসলাম। একই সঙ্গে মোদাচ্ছের হোসেনের দুর্নীতি ও অনিয়মের বিষয়টি তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।

এ ব্যাপারে মোদাচ্ছের হোসেন জানান, আমি উত্তর সেলিমপুর প্রাথমিক বিদ্যালয় থেকে বাদপড়া ৫ শিক্ষার্থীকে তয়কা কমিউনিটি বিদ্যালয়ের নামে রেজিস্ট্রেশন করে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণের ব্যবস্থা করেছি।

এ ব্যাপারে ব্রজমোহন ক্লাস্টারের দায়িত্বে থাকা উপজেলা সহকারী শিক্ষা অফিসার আরিফ খান জানান, তয়কা কমিউনিটি বিদ্যালয় নামে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে বলে আমার জানা নেই।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম