Logo
Logo
×

সারাদেশ

কেশবপুরে চড়ুইভাতি খেলতে গিলে শিশু দগ্ধ

Icon

কেশবপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ২১ নভেম্বর ২০১৯, ১০:৪৩ এএম

কেশবপুরে চড়ুইভাতি খেলতে গিলে শিশু দগ্ধ

যশোরের কেশবপুর উপজেলায় চড়ুইভাতি খেলতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছে জ্যোৎস্না খাতুন (৭)।

বৃহস্পতিবার বিকালে কেশবপুরের ভোগতী গ্রামে এ ঘটনা ঘটে।

জ্যোৎস্না খাতুন ভোগতী নরেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

অগ্নিদগ্ধের পিতা কেশবপুরের ভোগতী গ্রামের আলম দফাদার জানান, এদিন বিকালে পাড়ার কয়েকজন খেলার সাথীকে নিয়ে তারা বাড়ির পাশে হাঁড়ি পাতিল নিয়ে রান্না করছিল। একপর্যায়ে জ্যোৎস্না খাতুনের পরনের কাপড়ে আগুন ধরে যায়। তাকে গুরুত্বর আহত অবস্থায় কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

হাসপাতালের ডাক্তার কামরুজ্জামান জানান, শিশুটির শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম