ভয়ে পেঁয়াজ রাখেন না দোকানি, লবণ বিক্রিও বন্ধ!
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২১ নভেম্বর ২০১৯, ০৫:৪৩ এএম
ফাইল ছবি
পেঁয়াজ দোকানির জন্য ভয়! অভিযানের ভয়ে পেঁয়াজ বিক্রি বন্ধই করে দিয়েছেন দোকানি। শুধু দুটি পেঁয়াজ রেখেই ক্রেতাকে দোকানে পেঁয়াজ নেই বুঝিয়ে দিচ্ছেন দোকানিরা।
এছাড়া দুই দিন ধরে দোকানে লবণও রাখছেন না ওই ব্যবসায়ী।
বৃহস্পতিবার বিকালে হাজীগঞ্জ বাজারের একটি মুদি দোকানে গিয়ে এ দৃশ্য দেখা গেছে।
মধ্য বাজার জনতা স্টোরের মালিক সঙ্করের সঙ্গে কথা হলে তিনি জানান, প্রতিদিন আমার দোকানে ১ বস্তা করে পেঁয়াজ লাগতো। এখন রাখি না। কারণ কখন কি হয় বলা যায় না।
লবণের অবস্থাও তাই। লবণ বিক্রিও বন্ধ। তবে সংকট কাটলে আবার বিক্রি শুরু করবে দোকানিরা।
বেশ কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা হলে এমন বক্তব্যই উঠে এসেছে।
জানতে চাইলে ইউএনও বৈশাখী বড়ুয়া বলেন, আমরা এখন প্রতিদিন বাজার মনিটরিং করছি। তবে আতঙ্কের কিছু নাই, সচেতন করছি।
এদিকে বুধবারও লবণ বেশি দামে বিক্রি করায় আলীগঞ্জে দুজনকে ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।